এতদ্বারা এলাকার অভিভাবক/অভিভাবিকাদের জানানো যায় যে আগামী 14/12/2020 তারিখ থেকে 23/12/2020 পর্যন্ত কেবলমাত্র নতুন ছাত্র-ছাত্রীদের জন্য(শিক্ষাবর্ষ-2021) পঞ্চম থেকে নবম শ্রেনি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বিদ্যালয়ে শুরু করা হচ্ছে।ভর্তির জন্য নিম্নে বর্নিত প্রযোজনীয় কাগজ পত্র সঙ্গে আনতে হবে।
- ভর্তির ফর্ম, ফিলাপ করা(বিনামূল্যে ফর্ম স্কুল থেকে পাওয়া যাবে, যেকোন দিন)।
- দু-কপি রঙিন পাশপোর্ট ফটো।
- On line School leaving Certificate(পুরানোস্কুল থেকে পাওয়া যাবে)।
- আধার কার্ডের জেরক্স।
- জন্ম সার্টিফিকেট জেরক্স, ও আসল(Original) অবশ্যই আনতে হবে।
- ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স।(যদি থাকে)।
- জাতিগত শংসাপত্র জেরক্স (যদি থাকে)।
- রেশন কার্ডের জেরক্স।
- Mobile No--
বিঃদ্রঃ বিগত দিনে দেখা গেছে পেশ করা তথ্যে প্রচুর ভুল রয়েছে ,ভর্তির জন্য সমস্ত তথ্য সঠিক করে নিয়ে আসবেন .যে যে গুরুত্বপূর্ণ ভুল গুলি আমাদের নজরে এসেছে সেগুলি হলো-
1.নামের বানানের ভুল (স্কুল ত্যাগের প্রমাণপত্র ও জন্মসংসা পত্রে দুরকম যেন না থাকে।ইংরেজি বানান সঠিক করে নিয়ে আসবেন )
2.জন্মতারিখ ভুল (স্কুল ত্যাগের প্রমাণপত্র ও জন্মসংসা পত্রে দুরকম যেন না থাকে )
3.বাবার নামের বানানের ভুল ।4.ফর্ম পূরণ করার সময় পূর্বের স্কুলের নাম অবশ্যই লিখবেন।
5.ব্যাঙ্ক একাউন্ট থাকলে তার সঠিক তথ্যসহ পেশ করবেন ।মনে রাখবেন সঠিক তথ্য আপনার বিভিন্ন সরকারি সুযোগসুবিধা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি।
ফর্ম ফিলাপের জন্যে একটি নমুনা ফর্ম দেওয়া হলো
এই বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী দের ভর্তি প্রক্রিয়া শ্রেণিশিক্ষক দের কাছে সম্পর্ণ হবে
sample form2021