PANNA HIGH SCHOOL

unofficial Website for Panna High School Here Student Can Find Necessary information

Friday, January 11, 2019

Prayer Song

 Panna Bharat Ratna Roy Vidyamandir

প্রার্থনা সংগীত 1

বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুনা হতে বঞ্চিত না হই কভু
এ আকাশ বাতাস এ নদ নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছো যে ডালি
কুহু কুহু কোকিলার কূজনে
গুন গুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশীথে
সূর্যের চাঁদের ভেলা এই গগনে

প্রার্থনা সংগীত 2

 

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।।
তব, পূণ্যকিরণ দিয়ে যাক্, মোর
মোহকালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
লক্ষ্যশূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্
অকুলগরলপাথারে!
প্রভু, বিশ্ববিপদহন্তা,
তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর
মত্তবাসনা গুছায়ে !
মলিন মর্ম মুছায়ে
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
আছ, অনলঅনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে, গহনে;
আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে।
আমি, নয়নে বসন বাঁধিয়া,
সে, আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,
দাও হে দেখায়ে বুঝায়ে।
মলিন মর্ম মুছায়ে
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
তব, পূণ্যকিরণ দিয়ে যাক্, মোর
মোহকালিমা ঘুচায়ে।
মলিন মর্ম মুছায়ে
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

0 comments:

Post a Comment